এক রাজকন্যার গল্প অথবা পরাধীনতার
এক রাজকন্যার বিশাল বড় বাগান ছিল। সেই বাগানের নানান কোণায় কোণায় সে সাজিয়ে রেখেছিল গান, কবিতা, ফুল, পাখিদের। যখন যে সময় তার ইচ্ছে হত সে কাটিয়ে আসত তাদের সাথে নিজের মূল্যবান সময়। কোনো দিন গানের সাথে তো কোনোদিন পাখির সাথে।
মোটামুটি কমবেশী সকলেই রাজকন্যার দেখা পেত। কেউ সপ্তাহে একবার তো কেউ দুবার তো কেউ তিনবার। রাজকন্যা নিজে কাউকে অবহেলা করত না। সে অনেক কষ্টে তার রাজ্যপাট সামলে সকলকেই সময় দিচ্ছিল। এই রাজকন্যা এমনিতে খুব ভালো। মনের দিক থেকে। সকলের প্রতি তার সমান নজর। সকলকে সে খুব ভালোবাসে। কাউকেই সে অবহেলা করে না। সকলেই যাতে খুশী থাকে সেই দিকেই তার নজর। কারো একটু কষ্ট হলে সে নিজেও খুব কষ্ট পায়।
কোনোদিন কবিতার প্রতি তার মন আনচান করলে সে কবিতার সাথে দুদিন কাটিয়ে এল। সেই সপ্তাহে হয়ত ফুলের কপাল খুলল না। নতুন ফুল এসে ঝড়ে গেল। রাজকন্যা জানতেও পারল না। কোনো সপ্তাহে ফুলের সাথেই চার দিন কাটিয়ে দিল, পাখি, গান, কবিতারা হা-পিত্যেশ করে করে মরে গেল, রাজকন্যা এল না।
পাখির খুব অভিমান। বহুদিন পর রাজকন্যা যখন দেখা করতে এল, সে মুখ বেঁকিয়ে বলল, তোমার যখন ইচ্ছে হয় তখন তুমি আসো। সপ্তাহে একদিন। বাকি ছয়দিন আমার যখন ইচ্ছে হয়, তখন তোমায় পাই না। তুমি ভালো না।
রাজকন্যা রেগে গেল, সে ভাবল, এ কি রকম কথা। এত সময় করে সকলকে সময় দিই। সকলের জন্যে সময় বরাদ্দ করে রেখছি। তবু এ আমায় গালাগাল করে। কই গান তো করে না। গানের সঙ্গে তো আজ প্রায় নয় দিন দেখা হয় নি। সে কি আমায় কিছু বলেছে ? এই শালা পাখি দু-দিন দেরী করেছি বলেই বায়না জুড়েছে ?? যা, এর কাছে আর আসবই না।
পাখি দেখল বিপদ বড়। যাও পনেরদিনে একবার আসছিল, এবার দেখছি আর আসবেই না। সে তো আরো ভয়ঙ্কর। রাজকন্যাকে না দেখলে সে তো মরেই যাবে। নিজের কষ্ট মনে চেপে সে রাজকন্যার মাথায় হাত বুলিয়ে বলল, সরি, প্লীজ রাগ কোরো না, আমারই ভুল। তুমি তো সঠিক দায়িত্ব পালন করছ। আমারই ছোট মন যে নিজের স্বার্থটাই শুধু দেখি। এখন তাই নিজের ইচ্ছের দাম না দিয়ে পাখি রাজকন্যার অপেক্ষাতেই থাকে। যেদিন রাজকন্যার তার কথা মনে পড়বে সেইদিন সেও 'আমি আছি' বলে রাজকন্যার কোলে গলে পড়বে। এক কোণায় পড়ে থাকা ছাড়া তার তো আর কোনো কাজই নেই।
সকল গান-কবিতা-ফুল-পাখিদের উদ্দ্যেশে বলছি, আসুন নিজেদের কোণা ছেঁড়ে পালিয়ে যাই। রাজকন্যা এসে একদিন দেখুক, খালি শিকলটি পড়ে আছে অবহেলায়। পাখি তার ফুড়ুৎ। আসুন স্বাধীন হই।
No comments
Post a Comment