খুব শীঘ্র মুক্তি পাবে শচীনকে নিয়ে সিনেমা, শচীনের ভূমিকায় রয়েছে শচীন নিজেই।
শচীন ভক্তদের জন্যে সুখবর। আজহার এবং ধোনীর জীবনি নিয়ে সিনেমা হচ্ছে সেটা তো সকলেই জানি। এবারে খুব শীঘ্র আমরা দেখতে পাব শচীনের জীবন নিয়ে সিনেমা। মুম্বইয়ের একটি প্রোডাকশান কোম্পানি ২০০ নট আউট এই সিনেমাটি প্রযোজনা করছে। এই প্রযোজনা সংস্থা এর আগে প্রচুর বিজ্ঞাপন এবং শর্ট ও তথ্যচিত্র প্রযোজনা করেছে। শচীনের এই বায়োপিক পরিচালনার দায়িত্বে আছেন লন্ডনের বিশিষ্ট পরিচালক জেমস এরসকিন (ছবিতে)। জেমস এর আগে ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে বানিয়েছেন One Night in Turin। এছাড়াও তিনি বিশিষ্ট সাইকিলিস্ট মার্কো প্যান্টানির জীবনি নিয়ে বানিয়েছেন Pantani – The Accidental Death of a Cyclist।
এই সিনেমায় শুধুমাত্র তার খেলোয়ার জীবন নয়, তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনের দিকগুলিও সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হবে। এই ছবিতে আমরা যেমন ক্রিকেটার শচীনকে পাব , সাথে পাব মানুষ শচীনকেও। কিছুদিন আগে নিজের টুইটারে টুইট করে শচীন তার ভক্তদের উদ্দ্যেশে জানতে চেয়েছেন তার বায়োপিকের জন্যে কি নাম রাখা যায়। যদিও কি নাম রাখা হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নি।
প্রথমে আমির খানকে এবং পরে আয়ুস্মান খুরানাকে এই চরিত্রে ভাবা হয়েছিল, কিন্তু নানা কারণে সেই ভাবনা বাতিল হয়েছে। ভক্তদের কাছে তাই আরো একটি সুখবর হল, শচীনের এই বায়োপিকে শচীন নিজেই অভিনয় করবেন। এই বায়োপিকের শুটিং-এ শচীন ছাড়াও আরো বিভিন্ন ক্রিকেটারদের দেখা যাবে। ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে। আপাতত বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে অতীতের বিভিন্ন খেলার মুহুর্তের ভিডিও ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। খুব শীঘ্র সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
এই সিনেমায় শুধুমাত্র তার খেলোয়ার জীবন নয়, তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনের দিকগুলিও সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হবে। এই ছবিতে আমরা যেমন ক্রিকেটার শচীনকে পাব , সাথে পাব মানুষ শচীনকেও। কিছুদিন আগে নিজের টুইটারে টুইট করে শচীন তার ভক্তদের উদ্দ্যেশে জানতে চেয়েছেন তার বায়োপিকের জন্যে কি নাম রাখা যায়। যদিও কি নাম রাখা হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নি।
প্রথমে আমির খানকে এবং পরে আয়ুস্মান খুরানাকে এই চরিত্রে ভাবা হয়েছিল, কিন্তু নানা কারণে সেই ভাবনা বাতিল হয়েছে। ভক্তদের কাছে তাই আরো একটি সুখবর হল, শচীনের এই বায়োপিকে শচীন নিজেই অভিনয় করবেন। এই বায়োপিকের শুটিং-এ শচীন ছাড়াও আরো বিভিন্ন ক্রিকেটারদের দেখা যাবে। ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে। আপাতত বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে অতীতের বিভিন্ন খেলার মুহুর্তের ভিডিও ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। খুব শীঘ্র সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
শচীন তেন্ডুলকারকে নিয়ে তৈরী হচ্ছে বায়োপিক
No comments
Post a Comment