আপনার তো দেখছি দু'টো মুখই কালো। অর্থনিতীর কিছুই বোঝেন না, যেটা পারেন সেটা হল শুধু ফেসবুকে স্টাটাস কপচাতে। বাহ !!
কিছু লোক বলছে কালো টাকা সব বিদেশে আছে, দেশের নোট ব্যান করে লাভ কি ? তারা মনে হয় চল্লিশ বছর পর ঘুম থেকে উঠে হঠাৎ ভুল্ করে টিভি চালিয়ে খবরটা শুনে আলুসেদ্ধ হয়ে গেছে।
প্রতিদিন খবরের কাগজে পড়ি, ইনকাম ট্যাক্সের রেডে অমুক নেতা বা তমুক অফিসারের বাড়ির কমোড থেকে কোটি টাকা উদ্ধার। সেইগুলো কি তাহলে কি গঙ্গাজলে ধোঁয়া ? এবার ভাবুন, যদি দু-পাঁচটা প্রতিদিন ধরা পড়ে তাহলে এরকম অধরা কত ছুপারুস্তম রয়েছে।
বহু টাকা নিশ্চয় আর ক্যাশ ফর্মে নেই। জমি, বাড়ি, গাড়ী, সোনা ইত্যাদি নানা ফর্মে টাকা ট্রান্সফার হয়েছে। ঠিক। কিন্তু কিছুই ক্যাশ নেই সেটা বলা মানে শুধুই মোদী বিরোধিতা করা নয় কি ??
আচ্ছা এটা না হয় ধরেই নিলাম, দেশে কোনো কালোটাকা নেই, জাল টাকা তো রয়েছে রে বাবা। জাল টাকা তো আর বিদেশে নেই, সেগুলো তো আটকানো যাবে। প্রতিদিন খবরের কাগজে লক্ষটাকার জালনোট সহ লোকজন বর্ডার এলাকা থেকে ধরা পড়ে। যত ধরা পড়ে তার শতগুণ ধরা পড়ে না, সেগুলো তো আটকানো যাবে।
অসুখে ইঞ্জেকশান দিতেও কষ্ট হয়, তাই বলে কি বিছানায় কাতরাবেন ?? তেতো খেতে কষ্ট হয় বলে কি নিজের সন্তানকে ওষুধ না খাইয়ে শুইয়ে রাখবেন ??
ব্রেক-আপ হয়ে গেলে প্রেমিকার সবকিছুই কি খারাপ হয়ে যায় না কি ?? তোমার সাথে আমার রাগারাগি তাই তোমার সবকিছু খারাপ এরকম কখনও হয় ?? শত্রুরও তো ভালো দিক হয় রে বাবা। মোদীকে পছন্দ নয়, তাই তার সবকিছুতেই গন্ধ দেখব ?? অন্ধ বিরোধীতা না করে এক কাপ চা নিন, এবার চেয়ারে ঠ্যাং তুলে সিলিং-এ চোখ চেয়ে ভাবুন। ফেসবুকে তারপরে কপচাবেন।
হ্যাঁ, প্রচুর অসুবিধা হবে, যারা বেড়াতে গেছে তাদের সমস্যায় পড়তে হবে, কিন্তু কেউ মরে যাবে না। অন্যভাবে ডিলিং হবে। হাসপাতালে যারা আছে তাদেরও ভয়ানক সমস্যা হবে। বিশেষ করে গরীব লোক যাদের কার্ড নেই তারা ঝামেলায় পড়বে। গ্রামে গঞ্জেরর মানুষেরা অনেক সহযোগী মানসিকতা সম্পন্ন হয়। কারো বাড়িতে ক্যাশ না থাকায় কেউ সমস্যায় পড়লে আশে পাশের অনেকে সাহায্যে জুটে যাবে। শহরের লোকের ভরসা কার্ড।
সমস্যাটা মাত্র দুই দিনের, কিন্তু এর একটা সুদূরপ্রসারী সুফল হতেই পারে।
ও হ্যাঁ, অনেকেই মোদীকে মহম্মদ বিন তুঘলক বলে ক্ষেপাচ্ছে। এতদিনে বোঝা গেল, এর আগের প্রধানমন্ত্রীরা কেন কঠিন সিদ্ধান্ত নিতে পারত না। এই আপনিই না সেদিন ফেসবুকে শেয়ার করেছিলেন, ক্ষেপা না হলে দুনিয়া জেতা যায় না এখন অন্যকে ক্ষেপা বলে গাল দিচ্ছেন ? বাহ !! আপনার তো দেখছি দুটো মুখই কালো।
No comments
Post a Comment