Header Ads

ad728
  • Breaking News

    টুম্পা বউদির এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার............

    দাদা অফিস চলে যেতেই বউদি জানলা খুলে দেয়। বউদির মনটা এজ একটু উদাস। বউদি মানে আমাদের পাড়ার টুম্পা বউদি। বয়স তিরিশের আশেপাশে। পুঁচকে একটা খোকা আছে, তার বয়স ঐ ছয়-সাত। বড্ড অল্প বয়সে বিয়েটা সেরে নিয়েছিল টুম্পা বউদি। বিয়ের আগে নিজের পাড়ার দুচারটে কালু ভুলুর সাথে ছুটকো ছাটকা প্রেম বা অন্ধকার গলিতে হামু-চুমুও হালকা বিস্তর হয়েছিল। কিন্তু সে কার না হয়। বিয়ের সময় চোখে অনেক স্বপ্ন ছিল। এখন চোখে চশমা। সেই চশমা পরেই বউদি এখন দেখছে পাশের বাড়ির বারান্দায় লাল্টুদা খালি গায়ে লাল গামছা পরে ছাদে বউয়ের শাড়ি মেলতে এসেছে । আহা আমার-ও যদি অমন একখানা বর থাকত। ভিজে শাড়ি কাঁধে করে ছাদের হুঁকে মেলে আসত!!

    নিজের বরটা খারাপ নয় মোটেই। কিন্তু ঐ বরেরা যেমন হয়, সেরকমই। নো অ্যাডভেঞ্চার। বেড়াতে বললে সেই চিড়িয়াখানা, খেতে চাইলে চাউমিন। বিয়ের পরে দশটা বছর সেই একই পোজে চালিয়ে গেল। নো এক্সপেরিমেন্ট। ৩জি মোবাইলে শুধুই ভক্তিগীতি। মনটা ছুকছুক করা কি দোষের? 


    আহা আমি যদি লাল্টুদার বউ হতুম। বাইকের পিছনে বসে রাজারহাটের ক্ষেতের পাশ দিয়ে হুশ করে বেরিয়ে যেতুম। নিজের বর একখানা চারচাকা কিনেছিল, কিন্তু সে এখন ঘড়ঘড় ছাড়া কিছুই করে না। বেশী দূর নিয়ে যেতেই ভয়। বিগড়ে গেলে মাঝ রাস্তায় টুম্পাদিকেই ঠেলতে হতে পারে। হয়েওছিল একবার। মন্দারমণি যাওয়ার প্লান ছিল, বিদ্যাসাগর সেতু থেকেই ফিরে আসতে হল।
    লাল্টুদা হলে বাইকে করে মন্দারমণি যাওয়া হত। একটা থ্রী কোয়ার্টার প্যান্ট আর ঢিলে গেঞ্জী পরে সমুদ্রে একসাথে স্নান করতুম। আমার বর তো জিন্সটা অবধি পরলেই এমন আড়চোখে তাকায় যেন আমি ল্যাংটো হয়ে ঘুরছি। সালোয়ারের ঝুল ফিতে লাগিয়ে মেপে দেখে। ধুস। সকালে উঠে চা-জলখাবার। দুপুরে ঘুম, সন্ধ্যেতে সিরিয়াল, রাতে দুধ-রুটি। জীবনটা কোথায় গড়গড়িয়ে চলবে তা না, নিজেরাই এখন রাত দুপুরে গড়াগড়ি খেয়ে মরছি।

    দরজায় বেল পরল। এই সময় রোজ কাজের মাসি আসে। কিন্তু টুম্পা বউদি আজ দরজা খুলে যাকে দেখল, দেখে এক্কেবারে অবাক। না না লাল্টুদা নয়। অত উৎসাহ দেখিয়ে লাভ নেই। টুম্পাদির বর। কি ব্যাপার !! অফিস না গিয়ে ব্যাক টু বাড়ি। বউয়ের উপর সন্দেহ করছ, নজর রাখছ?
    - না গো, না ডার্লিং, তুমি দেখছি, ভুলেই গেছ। আরে আজ যে আমাদের বিবাহ বার্ষিকী। দশ বছর হল। তোমার জন্যে একটা সারপ্রাইজ আছে। ওই দেখ। বাইরে একখানা নতুন বোলেরো। রেডি হও।
    - রেডি হব ? কেন ??
    - বেরোবো। মন্দারমণি। সেবার মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছিল। এবার সাতদিনের আগে ফিরছি না। নাও তাড়াতাড়ি করো।

    টুম্পা বউদির চোখের কোণায় কি জানি একটা চিকচিক করে উঠল। এত বছর পরে এখন স্বামীকে জড়িয়ে ধরতে কেমন কেমন লাগে। ওটা আবার একটু বেশী ফিল্মি হয়ে যাবে। তাই হাত দুটো ধরেই বলল, আমার মনে ছিল, আমি শুধু দেখছিলাম তোমার মনে আছে কি না।
    এক দমকা হাওয়া এসে পিছনের জানলাটা অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে

    No comments

    Post Top Ad


    Post Bottom Ad

     downloads