মেয়ে পটানোর কিছু সহজ উপায়
ভালবাসতে কার না মন চায়? সেইজন্যে সব ছেলেদের জন্যে রইল মেয়েদের পটানোর কিছু সহজ টিপস। পারলে চেষ্টা করে দেখতে পারো, ফল পাবেই।
১. আপনি কি খুব ফিটফাট কিংবা গোছালো? প্রথমেই মাইনাস! কিছুটা অগোছালো, এলোমেলো ছেলেই সুন্দরী মেয়েদের বেশি পছন্দ! তবে সাবধান! উদ্ধত্যপূর্ণ কিংবা ছেঁড়া-ফাঁড়া পোশাক বাদ দিন । ভালো পারফিউম ব্যবহার করুন ।
২. মেয়ে ভাবলেশহীন ভাবে তাকিয়ে আছে? আপনি উদাসী হন । নিজের ব্যাপার গুলো ভুলে যান বেশী করে । জ্ঞান ফলান । তবে হ্যাঁ, প্রয়োজনের চেয়ে বেশি করার চেষ্টা করবেন না !
৩. যে মেয়ে আপনার প্রতি দুর্বল হচ্ছে না? তাকে দাম দিন । প্রশংসা করুন- তবে মেপে মেপে । শরীর নিয়ে ভুলেও প্রশংসা করবেন না । তার কাজকে গুরুত্ব দিন । কোনো গুণ থাকলে তার প্রশংসা করুন । পোষা প্রাণী থাকলে ওটারও প্রশংসা করুন (আপনার পছন্দ না হলেও!)
৪. মেয়ে বেশি ভাব-গম্ভীর? ঘন ঘন তাকান । বাছাই করা জোক্স দিয়ে রসিকতা করুন । হাসুন ও হাসতে দিন । হাসি মুখ যে কাউকে আকর্ষণ করে ।
৫. কাজ হচ্ছে না? দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না?? কথার ফাঁকে আপনার চুলে হাত বোলান । দেখবেন কিছু ফল আসতে পারে ।
৬. মেয়ে অতিরিক্ত কঠিন? একেবারেই কাজ হচ্ছে না?? উলটো পথে হাঁটুন । জানেন তো, মাইনাসে মাইনাসে প্লাস ! এইবার দাম কিছুটা কম দিন । অন্য কারও সাথে বেশি কথা বলুন । হঠাৎ দাম কমে গেলে সে কিছুটা জ্বলবেই । জ্বলে পুড়ে অঙ্গার হতে দিন । পরে আগুন নিভে গেলে বুঝবে আপনি ছাড়া গতি নাই!!
এগুলোতে কোন কাজই হলো না?????
৭. তবে মেয়ের পেছনে আর না ঘুরে তার মা অর্থাৎ আন্টিকে কায়দা করুন । শরীর-স্বাস্থ্যের খবর নিন । পারিবারিক বিষয় নিয়ে আলাপ করুন । তবে সাবধান!! এতক্ষণ মেয়ের সাথে যা যা করছেন আন্টির সাথে আবার রিপিট করবেন না যেন! খবরদার !! খেয়াল রাখবেন আন্টি যেন আপনার প্রেমে না পড়ে যায়। তাহলে সমূহ বিপদ।
৮. এসবেও যদি কোন কাজ না হয় তাইলে আর কি? শেষ ভরসা, তাহার পিতা! এইবার ভুলেও উদাসী হওয়ার চেষ্টা করবেন না । ফিটফাট হয়ে যান । শরীরের খবরও নিন । এরপর ইঞ্জিন স্টার্ট দেওয়ার মত পিতার পছন্দের কোন বিষয়ে কথার আরম্ভ করুন । সামনে খাবার আছে? খাওয়ার কথা ভুলে যান! খালি উৎসাহী ভান করে শুনে যান । গাম্ভীর্য বজায় রাখুন । পরবর্তীতে ঘরে আপনার প্রশংসা হবেই । এতে যদি মেয়ে কিছুটা গলে!!!!
No comments
Post a Comment