Header Ads

ad728
  • Breaking News

    আর কিছুদিন পর হয়ত বাংলাতেও এরকম ভাবেই খবর পড়া হবে।

    সংবাদপত্র বা সংবাদ চ্যানেল আর শুধু সংবাদ পরিবেশনের দায়িত্বে থাকতে সীমাবদ্ধ নয়। প্রত্যেকেই ধীরে ধীরে যেন তেন প্রকারেণ বিনোদনে মনোনিবেশ করতে চাইছে। খবরের চ্যানেলে শুধু খবর দেখানো হবেই এটাই কাম্য কিন্তু তেমনটা আর হচ্ছে কই? ক্রাইম ডিজেল বা পুলিশ হোম ওয়ার্ক ইত্যাদি প্রোগ্রামের মাধ্যমে বহুদিন ধরেই এরা খবরের সাথে গল্পকে গুলিয়ে দিয়েছে। এইসব অনুষ্ঠানের মূল বিষয় থাকে পরকীয়া প্রেম বা ঐ গোছের ঘটনা, যেখানে হালকা যৌন সুড়সুড়ি মার্কা ঘটনা দেখানো যাতে পারে।
    এই সমস্ত বাস্তব ঘটনার নাট্যরূপগুলিতে কোনো রকম বুদ্ধিমত্তার ছাপ নেই। যে বিষয়গুলো খুবই যত্ন সহকারে বিচার বিবেচনা করে চিত্ররূপ দেওয়া উচিত, সেগুলো ভীষণ খেলো উপায়ে পরিবেশন করা হয়। যেন কোনো বি-গ্রেড সিনেমা। এখানে ক্যামেরা, এডিটিং, অভিনয়, সংলাপ সকল কিছুই প্রচন্ড নিম্নমানের এবং নিম্নরুচীর।
    সাধারণ মানুষ যারা সিরিয়ালে আসক্ত তারা এত সব বিচার করে না। নেশার মত এই সমস্ত সস্তা বিনোদনে আকৃষ্ট হয়ে পড়ে। সমাজের বিভিন্ন অপরাধের মত স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরী এই সস্তা নাট্যরূপ যদি চলতেই থাকে তাহলে ভবিষ্যতে ডকুমেন্টারি কি আমরা পাব ?? আমরা কি সত্যি সত্যি আর কোনো ভালো ক্রাইম থ্রিলার পাব ?

    কিন্তু খবরের চ্যানেল এখন এসবের সীমাও ছাড়িয়ে গেছে। কিছুদিন ধরেই লিঙ্গবর্ধক তেলের বিজ্ঞাপনের আড়ালে বাংলার বিভিন্ন বড় দৈনিকে ছবিসহ নোংরা গল্প পরিবেশনের কাজ চলছে। কেউ কোথাও বলার নেই। প্রতিবাদের কোনো জায়গা নেই। এইবার সংবাদ চ্যানেলেও সংবাদ পাঠিকারা এই ধরণের উত্তেজক পোশাক পরা শুরু করেছেন। শুধু ট-আর-পি বাড়ানোই যাদের লক্ষ্য তাদের থেকে এর থেকে বেশি আর কিই বা আশা করা যাতে পারে।

    সাধারণ দর্শককেই এবার জাগতে হবে। এসবের বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ নিতে হবে। টিভি চ্যানেল আছে বলেই যা খুশি দেখানো চলবে না।
    নিজের চোখে ভিডিওটি দেখে আপনিই বিচার করুন। নিজের মতামত দিতে ভুলবেন না।

    No comments

    Post Top Ad


    Post Bottom Ad

     downloads