দেশপ্রেমের চিহ্ন ও দেশদ্রোহীতার লক্ষণ - প্রবীর কুন্ডু।
আমার বউ আর করিনা কাপুর সেজেগুজে পাশাপাশি দাঁড়ালে গ্যারান্টি দিয়ে করিনা কাপুরকেই বেশী সুন্দরী লাগবে। তার মানে কি আমি করিনা কাপুরকে বেশী ভালোবাসি? একুশ তলার উপর থেকে দুজন একসাথে ঝাঁপ দিলে আমি কি আমার বউকে ফেলে করিনাকে বাঁচাতে যাব ? অভিমানী বাবা জন্মদিনের পার্টিতে এক দঙ্গল লোকের সামনে বলে দিল আমার ছেলে একটা কুলাঙ্গার, পাশের বাড়ির বিশ্বনাথকে দেখুন পড়াশোনা খেলাধুলা সবেতে এক নম্বর। তার মানে কি সেই বাবা নিজের ছেলেকে ভালোবাসে না!! ছেলের জ্বর হলে রাত জাগবে না ?
আপনি সরি আপনারা এত বড় দেশ চালাচ্ছেন আর কে কি বলছে সেটার কি অর্থ হয় তার পার্থক্য বোঝেন না ?? যাই হোক এখানে আমি আফজল গুরু বা তার ফাঁসি বা পাকিস্তানের গুণ গাইতে বসিনি। আমি তো এখনও কেসটা সঠিক কি সেটাই বুঝলাম না। কে ঠিক বলছে কে ভুল বলছে সেটার খোঁজ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু একটা ধারণার প্রতিবাদ করতে চাই। আমি দেশপ্রেমের লক্ষণগুলো খুঁজে পেতে চাই।
আপনি সরি আপনারা এত বড় দেশ চালাচ্ছেন আর কে কি বলছে সেটার কি অর্থ হয় তার পার্থক্য বোঝেন না ?? যাই হোক এখানে আমি আফজল গুরু বা তার ফাঁসি বা পাকিস্তানের গুণ গাইতে বসিনি। আমি তো এখনও কেসটা সঠিক কি সেটাই বুঝলাম না। কে ঠিক বলছে কে ভুল বলছে সেটার খোঁজ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু একটা ধারণার প্রতিবাদ করতে চাই। আমি দেশপ্রেমের লক্ষণগুলো খুঁজে পেতে চাই।
কি দেখে বোঝা যাবে কে দেশপ্রেমিক আর কেই বা দেশদ্রোহী? মানে, আমি যদি বলি ‘জন-গণ-মন’ থেকে ‘আমার হিয়ার মাঝে’ বা ‘চিঙ্গারি কোয়ি ভড়কে’ আমার বেশী ভালো লাগে তাহলে কি আমাকে দেশদ্রোহী বলা হবে ? অথবা ভারতের পতাকার থেকে আমার সুইডেনের পতাকার ডিজাইন বেশী ভালো লাগে, আমার ঘরের জানলার পর্দাটা আমি নিউজিল্যান্ডের পতাকার সাথে ম্যাচ করে লাগাব তাহলে কি প্রমাণ হয় আমি ভারতের থেকে সুইডেন বা নিউজিল্যান্ডকে বেশী ভালোবাসি ?? অথবা যদি বলি শ্রীলেখা মিত্র-র থেকে জয়া আহসান বেশী সেক্সি তাহলে কি এটা বোঝায় আমি বাংলাদেশকে ভারতের থেকেও বেশী ভালোবাসি ??
মানে ঠিক কি বললে বা কতটা বললে তবেই আমার দেশপ্রেম প্রকাশ পাবে এবং নিশ্চিন্তে মশারি টানিয়ে ঘুমাতে পারব সেটার সীমারেখা কে ঠিক করবে ?? বা যেই ঠিক করুক আমি সেটা কি করে জানতে পারব ? কোন কথা কার ভাবাবেগে ফুঁ দিচ্ছে আর কোন আচরণ কার ধর্মে ফুৎকার দিচ্ছে তার উপর একটা বই কেন ওনারা লিখছেন না!! আমাদের খানিক সুবিধা হত।
অমুক গায়ক বা অমুক লেখক পাকিস্তানি তাই তাদের এখানে উৎপাত করতে দেব না বলে হনুমানের দল জয় বজরংবলী বলে কেলাচ্ছে আর তাদের রাম সেই একই সময় পাকিস্তানের প্রধান মন্ত্রীর হাত ধরে উষ্ণতা বিলোচ্ছেন ?? তোমার গুয়ে গন্ধ নেই, আমি হাগলেই পাড়া ছাড়া ??
প্রশ্নগুলো কিছুতেই পিছু ছাড়ছে না। আমি মুরগী ভালোবাসি বলা মানে কিন্তু এটা নয় যে রোজ সকালে আমি মুরগীর ঠোঁটে চুমু খাই, আসলে আমি সকাল সন্ধ্যে মুরগীটাকেই রোস্ট করে খাই। ভালোবাসি বলা মানেই কিন্তু ভালোবাসা হয় না। আপনার বউ হয়ত আপনার অত্যাচারের ভয়ে সারা দিন ২৪ ঘন্টা ভালোবাসার মন্ত্র আউড়ে যাচ্ছে। ভালো করে খোঁজ নিলে জানতে পারতেন, রাতের অন্ধকারে সিঁড়ির পিছনে আপনার ড্রাইভারের সাথে লুকিয়ে জাপটাজাপটি করে তিনি শান্তিতে আছেন।
তাই যারা আপনাকে গাল দিচ্ছে তাদের বাড়িতে ডাকুন, চা-জলখাবার দিন, মাথায় পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করুন, ‘সমস্যাটা কি!’ সেটা শুনুন। যে খানসামারা দিনরাত ‘বাবু আমার জিন্দাবাদ’ বলে আপনাকে তেল দিচ্ছে তারাই একদিন আপনার পতনের কারণ হবে। বাঁচতে চান, গণতন্ত্রে বা বাস্তুতন্ত্রে টিকে থাকতে চান, তো এখনই ভুলটা শুধরে নিন।
No comments
Post a Comment