দু'বছরের এই শিশুর জন্যে প্রতিদিন প্রয়োজন হয় ৪০টি সিগারেট
গরীব দেশ ইন্দোনেশিয়া এবং তার আশ্চর্য্য শিশু। দুবছরের এই শিশু সারা দিনে কম করে ৪০টি সিগারেট খায়। কি করে এই নেশা তার লাগল সেটি কেউ জানতে পারে নি। কিন্তু সে যদি সিগারেট না খায় বা খাওয়া কমিয়ে দেয় তাহলে সে অসুস্থ বোধ করে। তার পরিবার গরীব, কিন্তু ছেলেকে সুস্থ রাখতে বাবাকে প্রতিদিন তিন-চার প্যাকেট সিগারেট জোগাড় করতে হয়।
এই সিগারেট খাওয়ার নেশা তার আজ থেকে নয়। ১১ মাস বয়স থেকে এই নেশা তার সঙ্গী। তবে ঘটনাটি আজকের নয়। এটা ২০১০ সালের ঘটনা। শিশুটির নাম আলদি রিজা। ২০১০ সালে তাকে নিয়ে মিডিয়াতে হইচই পড়ে যায় এবং ইন্দোনেশিয়ার এক রিহার্বে তার চিকিৎসা চলে।
তবে আলদি রিজা শুধু একা নয়, ইন্দোনেশিয়ার বিভিন্ন কলোনিতে আজও ৫ থেকে ৭ বছরের বাচ্চারা প্রকাশ্যে ধূমপান করে থাকে এবং সে দেশের সরকার এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ দেখালেও কাজের কাজ কিছুই হয় নি।
এই সিগারেট খাওয়ার নেশা তার আজ থেকে নয়। ১১ মাস বয়স থেকে এই নেশা তার সঙ্গী। তবে ঘটনাটি আজকের নয়। এটা ২০১০ সালের ঘটনা। শিশুটির নাম আলদি রিজা। ২০১০ সালে তাকে নিয়ে মিডিয়াতে হইচই পড়ে যায় এবং ইন্দোনেশিয়ার এক রিহার্বে তার চিকিৎসা চলে।
তবে আলদি রিজা শুধু একা নয়, ইন্দোনেশিয়ার বিভিন্ন কলোনিতে আজও ৫ থেকে ৭ বছরের বাচ্চারা প্রকাশ্যে ধূমপান করে থাকে এবং সে দেশের সরকার এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ দেখালেও কাজের কাজ কিছুই হয় নি।
তার শেষ খবর পাওয়া যায় ২ বছর আগে, এক অনলাইন টেলিভিশন চ্যানেল দাবী করে সে আর ধূমপান করে না কিন্তু তার বদলে এখন খাবারের প্রতি লোভ বেড়েছে এই শিশুর। তবে তারা কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারে নি। ২০১৩ সালের পর থেকে ইন্টারন্যাশানাল মিডিয়াইয় তাকে নিয়ে আর কোনো খবর চোখে পড়ে না। হাজার খবরের ভীড়ে সে আজ হারিয়ে গেছে। সে যদি বেঁচে থাকে তাহলে এখন তার বয়স হবে ৮।
No comments
Post a Comment