Header Ads

ad728
  • Breaking News

    ফ্রী বেসিক !!! এটা কি খায় না মাথায় দেয়?? জেনে নিন। আপনাদের জন্যে সহজ ভাষায় একটি নিবেদন।

    ফেসবুক খুললেই আপনি এখন কি দেখতে পাচ্ছেন? আমি জানি। আমরা সকলেই জানি। প্রেমিকার নোটিফিকেশান ভেবে আপনি যেটি খুলছেন সেটি আসলে আপনার কোনো বন্ধু আপনাকে পাঠিয়েছে যে সে Free Basic সাপোর্ট করেছে এবং আপনাকেও করতে বলছে। ধীরে বৎস, ওটা আপনাকে আপনার বন্ধু পাঠায় নি। ওটা ফেসবুক আপনার বন্ধুকে বাধ্য করেছে নিজের প্রচারটা করাতে। ভাবুন ফেসবুক কিভাবে আপনার ব্যাক্তিগত জগতকে প্রভাবিত করছে। তারা এবার শুরু করতে চলেছে – ফ্রী বেসিক।
    ফ্রী বেসিক কি ?

    ফ্রী বেসিক - এটা শুনে মনে হতে পারে যে সারা ভারতে ফ্রীতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। এটা সম্পূর্ণ ভুল। ফ্রী বেসিক একটি নাম মাত্র, এই নামটি দিয়েছে ফেসবুক কোম্পানি। এটা ফেসবুকের একটা নতুন বিজনেস। সারা ভারতে তারা শুধু 'ফ্রী বেসিক' টাই ফ্রী করতে চাইছে। ফ্রী বেসিক মানে কিন্তু ফ্রী ইন্টারনেট নয়। আপনি কিন্তু গুগল বা অন্য যে কোনো ওয়েবসাইট ফ্রীতে খুলতে পারবেন না। আপনি শুধু মাত্র 'ফ্রী বেসিক'-টাই ফ্রী করতে পারবেন, যেহেতু ফ্রী বেসিক ফেসবুকের একটি শাখা, তাই ফেসবুক এবং একই কোম্পানীর ‘হোয়াটস অ্যাপ’ এই জিনিস গুলো ফ্রী করতে পারবেন মাত্র। ফ্রী বেসিক একটী সোশাল নেটওয়ার্কিং সাইট। এর বেশী কিছু নয়।
    ফেসবুক কেন এটা করছে? তারা কি ভারতের ভালো চায়?

    মোটেই না। ফ্রী বেসিক মানে যার কাছে মোবাইল আছে সেই ফ্রী বেসিক অ্যাকসেস করতে পারবে। একদম বিনে পয়সায়। তাহলে ভাবুন, প্রত্যেকে ফ্রী বেসিক ব্যাবহার করবে। যার ফলে সমস্ত বড় বড় কোম্পানী তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্যে ফ্রী বেসিক-কেই বেস্ট মিডিয়া হিসেবে ভাববে। আর তখন ফেসবুক তাদের কাছে মোটা দাও মারবে। বিজ্ঞাপন এমন ভাবে দেওয়া হবে আপনি বুঝতেও পারবেন না, যে সেটা আসলে বিজ্ঞাপন।

    ফেসবুক কি সত্যিবাদী ?

    যদিও ফেসবুক এখন খুব জোর গলায় বলছে যে তারা এখানে বিজ্ঞাপন নেবে না। কিন্তু দাদা, ফেসবুক আগেও বলেছিল যে তারা ফেসবুকে বিজ্ঞাপন দেবে না, কিন্তু এখন ফেসবুক বিজ্ঞাপনে ভরে গেছে। আর ফেসবুক কোন ধর্ম-পুত্র যুধিষ্টির যে তারা যেটা বলছে সেটা তারা মানবেই ?? ফেসবুক কি ছিল আর কি হয়েছে সেটা উইকিপিডিয়া দেখে জেনে নিন। তারা কোনো সময়ই সত্যি কথা বলে নি।

    তবে বেস্ট অপশন কি ?

    আমরা চাই নেট ইকুয়ালিটি। অর্থাৎ যদি ফ্রী হবে তো পুরো ইন্টারনেট টাই ফ্রী হবে। শুধু ফেসবুক কেন একলা ফ্রী হবে? আপনি গুগলে গিয়ে যদি সার্চ না করতে পারেবন তো তাহলে আর ইন্টারনেট কিসের? আপনি নিজের মেইল চেক না করতে পারলে কিসের ইন্টারনেট? আপনি যদি উইকিপিডিয়া না খুলতে পারেন তাহলে আর কিসের শিক্ষা - কিসের স্বাস্থ্য? আপনার ওয়েবসাইট যদি ফ্রীতে অ্যাকসেস করতে চান তাহলে আপনাকে ফেসবুকের বা ফ্রী বেসিকের মাধ্যমে নিজেকে রেজিস্টার করতে হবে। অদূর ভবিষ্যতে সমগ্র ইন্টারনেটে একলা রাজত্ব করার লক্ষ্যে ফেসবুক এক মারাত্মক পদক্ষেপ নিয়েছে। আর যুবসমাজ কিছু না বুঝে শুধু আমার বন্ধু করেছে বলে আমিও করব মনোভাবে ক্লিক করে যাচ্ছে।
    এর আগে কি এরকম কিছু হয়েছিল ?

    এর আগে এয়ারটেল কোম্পানী  হোয়াটস অ্যাপ ফ্রী চালু করেছিল, TRAI সেটা ব্যান করেছে।

    ব্যবসা করা কি দোষের ?

    মোটেই না। আপনি যত খুশি ব্যবসা করুন। কিন্তু ফেসবুক অনুচিত কাজ করছে? ফেসবুক বে-আইনি ভাবে আপনাকে দিনে চারশবার নোটিশ পাঠাচ্ছে যে আপনিও এই মহাযজ্ঞে সামিল হন, সামিল না হলেই আপনি পিছিয়ে পড়া মানুষ। ফেসবুক আপনাকে মিথ্যে বোঝাচ্ছে যে তারা শিক্ষা স্বাস্থ ইত্যাদি দিতেই বদ্ধ পরিকর। 

    ফেসবুকের কেন ফ্রী বেসিক করতে চাইছে?

    আপনি ভাববেন না, ফেসবুক শুধু ভারতে এটা করছে। এই একইরকম ক্যাম্পেনিং তারা সারা বিশ্ব জুড়ে চালাচ্ছে। সারা বিশ্বকেই তারা নিজেদের ছাতার তলায় আনতে চাইছে। ফেসবুকের চালাকিটা বুঝুন, ভবিষ্যতের বিশাল ব্যবসা ফাঁদার লক্ষ্যেই তাদের এই প্যানপ্যানানি।

    শেষ কথা।

    সবথেকে বড় সত্যি কথা - ফেসবুকের যদি অতই হিম্মত থাকত তো তাহলে তারা ডোন্ট সাপোর্টের কোনো অপশন রাখে নি কেন ? জাগুন। ভালো করে বিচার করুন। ভালো করে বুঝে নিন। সাপোর্ট বা ডোন্ট সাপোর্ট যাই করবেন, বুঝে করুন। না বুঝে হুজুগে পড়ে ক্লিক করবেন না।

    No comments

    Post Top Ad


    Post Bottom Ad

     downloads