‘আমাকে অচেতন করে বিছানায় নেয়া হতো’
ঢাকা: সম্প্রতি শারীরিক নির্যাতনের হয়রানির প্রতিবাদে ‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে জনপ্রিয় ক্যাম্পেইন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রযোজক-নির্মাতাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলছেন হলিউডের নামজাদা অভিনেত্রীরা। তবে এবার মুখ খুললেন স্বর্ণজয়ী মার্কিন জিমন্যাস্ট ম্যাকাইলা মারুনি।
তিনি বলেন, ‘যৌন হেনস্তা শুধু শোবিজ জগতেই ঘটছে না, এর প্রভাব সর্বত্রই পড়েছে। আমি নিজেও এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন।’
টুইটারে গত বুধবার মারুনি বলেন, ‘সাত বছর ধরে আমি টিমের ডাক্তার ল্যারি নাসার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছি। আমাকে অচেতন করে বিছানায় নেয়া হতো।’
মারুনি বলেন, ‘টোকিওতে যাওয়ার পথে তিনি আমাকে ঘুমের ওষুধ খাইয়েছিলেন। আমাকে অচেতন করে হোটেলে আমার সঙ্গে রাতযাপন করেছেন। তখন আমার বয়স ছিল মাত্র ১৫। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম রাত। মনে হচ্ছিল সেই রাতেই আমি মারা যাব।’
No comments
Post a Comment