Header Ads

ad728
  • Breaking News

    ফেসবুকের অ্যাডমিনরা নিজেদের কি পুলিশমন্ত্রী মনে করেন।

    কিছু গ্রুপ এবং তাদের অভিভাবক অ্যাডমিন। তাদের গ্রুপে পোস্ট করলে সেটা তারা অ্যাপ্রুভড না করে পোস্ট হতে দেন না !! মানে ‘দু-বোতল রক্ত চাই’ লিখে সেই গ্রুপে পোস্ট করলে অ্যাডমিন বাবুরা রাত ১১টায় ডিনার সেরে পোস্ট খতিয়ে দেখে তারপর সেটা অ্যাপ্রুভড করেন !! বাহ !! বেশ মজা তো। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের গুরুজন। মন্দ জিনিস হইতে মানুষকে রক্ষা করার কি নিপুণ ব্রত।

    ফুটপাতের দোকানের সামনে দুমিনিট দাঁড়িয়ে আপন মনে আকাশ দেখুন, দেখবেন দোকানওয়ালা আপনাকে তাড়া লাগাবে, ও দাদা, দোকানের সামনে দাঁড়াবেন না। বুঝুন ঠ্যালা !! কার রাস্তা, কে তার মালিক !! গোটা ফেসবুকে পোস্ট করতে মার্ক জুগেনবার্গের পারমিশন লাগে না। তুমি শালা একটা ২০০ মেম্বারের গ্রুপ বানিয়ে সেখানের বিধাতা সেজে বসেছ ??

    অনেক গ্রুপে ঢুকেই আবার এক পাতা চোতা ধরিয়ে দেবে। এটা করবে না, সেটা করবে না। সব থেকে হিট হলো, কোনো লিঙ্ক শেয়ার করবেন না। হালায় বলে কি !! ফেসবুক দুনিয়াটাই তো টিকে আছে শেয়ার-এর দৌলতে। কোনো সাইটের কোনো টপিক ভালো লাগলে সেটা শেয়ার করব না ?? তাহলে কি করব ?? কপি করে নিজের বলে গ্রুপে পোস্ট করে মেয়েদের বাহবা কুড়াবো ??
    অনেক গ্রুপের আরো একটা হিট নিয়ম হল মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবেন না। অ্যাডমিন না সহবতের হেড মাস্টার !! কোথাও তো লেখনি, কোনো পুরুষের সাথে খারাপ ব্যাবহার করবেন না। আর কে কি ব্যাবহার করবে কি করবে না সেটা নিয়ে তোমার এত দুঃশ্চিন্তা কেন ? একটা গ্রুপ চালাচ্ছ না আইন ব্যবস্থা ? যার যাকে ভালো লাগবে কি লাগবে না সেটা তারা নিজেরা বুঝে নেবে।

    কিছু ন্যাকামেকু পাবলিক আছে, বুক খোলা মেয়ের ছবি দেখলেই নালিশ জানাবে, অ্যাডমিন এসব কি হচ্ছে ? মামু, তোমার পাশবালিশের সেলাই হচ্ছে। ভালো লাগলে দেখো, নইলে ভজন করো, গায়ে পড়ে ন্যাকাচচ্চড়ি সাজার কি আছে ? গ্রুপে নিশ্চয় মেয়েদের কাছে ইজ্জত কামাতে চাইছে। ওরে গাধা, এতে কিচ্ছু হবে না, মেয়েটা ততক্ষণে তোর না, যে লোকটা বুক খোলা মেয়ের ছবি দিয়েছে তার প্রোফাইলেই অনুসন্ধান চালাচ্ছে।


    ফেসবুক জয়েন করার সময় অ্যাগ্রিমেন্ট পড়ো নি ?? এটা অ্যাডাল্টদের জায়গা, এখানে যার খুশী কীর্তন করবে, যার খুশী সানি লিওনি দেখবে। তোমার বউয়ের কি ? নিজের ইয়েতে তেল দাও, অন্যের চশমায় কেন পা গলাচ্ছো ? নিজের গলিতে যত ইচ্ছে ঘুরপাক খাও, অন্যের লাইফস্টাইলে কেন ফাইল মারাচ্ছো ?

    মোদ্দা কথা হল, আপনি গ্রুপের অ্যাডমিন, নিজেকে পুলিশমন্ত্রী ভাববেন না। এটা কেন করলে, ওটা করা নিষেধ, সেটা করলে ব্যান ইত্যাদি ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাং না চিল্লে, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। অকারণে শয়ে শয়ে মেম্বারদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিজের এবং দেশের বিপদ বাড়াবেন না। এখানে সকলেই সব বোঝে, তাদেরকেই বাকিটা বুঝে নিতে দিন। আপনি রিল্যাক্স করুন। আর সময় থাকলে নীচে কমেন্ট করুন।

    No comments

    Post Top Ad


    Post Bottom Ad

     downloads